বাসা ও অফিস পরিবর্তন আপনার দায়িত্ব আমাদের
ঢাকা একটি ঘনবসতিপূর্ণ শহর। এখানে পছন্দমত একটি বাসা বা বাড়ি খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু আমাদের চাকরি, ব্যবসা বা অন্যান্য কারণের জন্য প্রায়ই বাসা বদল করতে হয়। বাসা বদল করার সময় সবচেয়ে কঠিন কাজ হচ্ছেআসবাবপত্র ও অন্যান্য সামগ্রী পরিবহণ করা।
কিন্তু এখন যদি প্রতি মাসেও আপনার বাসা পরিবর্তন করতে হয়, তাতেও উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। এই সমস্যা থেকে মুক্তি দিতে ‘দরকারী’ আছে আপনার পাশে। আমরা গত ১৫ বছর যাবত সমগ্র ঢাকা শহরে বাসা বদল সেবা দিয়ে আসছি অত্যন্ত সুনাম ও বিশ্বস্ততার সহিত।
ঢাকা উত্তর বা দক্ষিণ যেকোন প্রান্তে আপনি বাসা বদল করতে চান না কেন, দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে এখনি আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার বর্তমান বাসা থেকে সকল মালামাল অত্যন্ত সতর্কতার সহিত পৌছে দিব নতুন বাসায়। শুধু তাই নয়, আমরা আপনার নতুন বাসায় ফার্ণিচার সহ সকল মালামাল সাজিয়ে দিব আপনার পছন্দ অনুযায়ি।
মাসের শেষ বা প্রথম সপ্তাহে বালিশ–তোশক, হাঁড়ি–পাতিলের লটবর নিয়ে শহরের পথে ঠেলাগাড়ি বা ট্রাকের চলতে থাকার দৃশ্যটি খুব চেনা। ঢাকা শহরের বাসিন্দাদের বেশির ভাগই থাকেন ভাড়া বাড়িতে। চাকরি বা ব্যক্তিগত কারণে বাসা বদলও ভাড়াটিয়া জীবনযাপনের নিয়মিত অনুষঙ্গ।
বাসা বদলানো মানেই হরেক রকমের ঝক্কি-ঝামেলা। এ থেকে মুক্তি দিতে বাসা বদলের সুবিধা দিতে ঢাকা শহরে কাজ করছে বেশ কিছু প্রতিষ্ঠান। শুধু ফোনে বা অনলাইনে ফরমাশ দিলেই চলবে। প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব লোকবল দিয়ে হাজির হয়ে যাবে। আসানের সঙ্গে বাসা বদল পর্ব সমাধান করবে তারা নির্দিষ্ট খরচার বিনিময়ে।
সম্প্রতি “দরকারী’” প্রতিষ্ঠানের মাধ্যমে বাসা বদল করা , বেসরকারি একটি প্রতিষ্ঠানে তিনি চাকরি করেন। থাকতেন ধানমন্ডি এলাকায়। ব্যক্তিগত কারণে তিনি বনানীতে বাসা বদলের সিদ্ধান্ত নেন। খোঁজাখুঁজি করে পছন্দমতো একটি বাসাও পান। পরে বাসা বদলের দায়িত্ব দেন একটি বাসা বদলকারী প্রতিষ্ঠান দরকারী কে। তারাই বাসার মালামাল গোছানো, বাঁধাছাঁদা করা, নতুন বাসায় নিয়ে যাওয়া, ইলেকট্রিকসামগ্রী লাগিয়ে দেওয়াসহ সব কাজ করেছেন। এতে তাঁর ২০-২৫ হাজার টাকার মতো খরচ হয়েছে।
রাজধানীতে প্রায় ১৫ বছর ধরে বাসা বদলের সঙ্গে যুক্ত রয়েছে দরকারী’। প্রতিষ্ঠানটির কর্ণধার মো: কাউচার আলম খুসরু বলেন, বাসা বদলের পাশাপাশি অফিস বদল বা স্থানান্তরের কাজও তাঁরা করেন। প্রতি মাসে ৪০-৬০টি বাসা বা অফিস বদলের ফরমাশ পায় তাঁর প্রতিষ্ঠান। তিনি বলেন, ফরমাশ পাওয়ার পর সরেজমিনে তাঁরা বাসা বা অফিস পরিদর্শন করেন। এরপর কী পরিমাণ মালামাল সরাতে হবে, সে অনুযায়ী খরচ নির্ধারণ করেন। দরকারীর (www.dorkary.com) পাশাপাশি প্যাক অ্যান্ড শিফট ,(www.packnshift.com) ও বাসাবদল (https://moversbd.com/) নামের প্রতিষ্ঠানের সঙ্গেও জড়িত আছেন বলে জানিয়েছেন। বাসা বদল সার্ভিস এর সময় কোনো মালামালের ক্ষতি হলে কিংবা কোনো কিছু হারিয়ে গেলে বাজারমূল্য অনুযায়ী তার ক্ষতিপূরণও দেওয়া হয় বলে জানিয়েছেন মো: কাউচার আলম খুসরু |
প্যাক অ্যান্ড শিফট নামের প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ১৮ বছর আগে প্রতিষ্ঠানটি ঢাকা শহরে প্রাতিষ্ঠানিকভাবে বাসা বদলের ব্যবসা শুরু করে। দীর্ঘ ১৮ বছরে প্রতিষ্ঠানটি সাবেক রাষ্ট্রপতি, রাষ্ট্রদূত, সচিব, কবি, সাহিত্যিকসহ নানা শ্রেণি–পেশার মানুষের বাসা বদল করেছে বলে দাবি করা হয়েছে।
এসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে তাদের অনেকেরই নিজস্ব পরিবহন ও দক্ষ শ্রমিক, ইলেকট্রিশিয়ান, এসি মিস্ত্রি, থাই মিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি, কাঠমিস্ত্রি, পেইন্টারসহ বিভিন্ন দক্ষ লোকবল আছে। তারা কাচের মালামাল বা ক্রোকারিজ ও শৌখিন অ্যান্টিকজাতীয় মূল্যবান সামগ্রী যত্নের সঙ্গে খুলে মোড়ক করে আবার নতুন বাসায় লাগিয়ে দেয়। এ ছাড়া নতুন বাসায় নতুন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, টিভি, ফ্যান, লাইট, খাট, গিজার, চুলা লাগিয়ে দেওয়া হয়।
এভাবে বাসা বদল করতে কত খরচ হবে, তা নির্ধারণ করে বাসা বা অফিসের আকার, পথের দূরত্ব, মালামালের পরিমাণ, কত তলা থেকে নামবে আর কত তলায় উঠবে, এসব বিষয়ের ওপর। মুভ অ্যান্ড সেটেলের তথ্য অনুযায়ী, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থানান্তরে ২ হাজার ২০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা, গিজার ৩ হাজার টাকায়, আইপিএস ১ হাজার ৮০০ টাকায়, টেলিভিশন ১ হাজার থেকে ৪ হাজার টাকায়, প্রতিটি সিলিং ফ্যান ২৫০ টাকায়, টিউবলাইট ২০০ টাকায়, আলমারি ১ হাজার ৮০০ থেকে সাড়ে চার হাজার টাকায়, ওয়াশিং মেশিন ১ হাজার ২০০ টাকায় স্থানান্তর করা হয়। মালামাল বাঁধার কাজ করায় নিয়োজিত প্রতিজনকে দিতে হয় ৮০০ টাকা। সব মিলিয়ে খরচের অঙ্কটি বেশ স্বাস্থ্যবানই হয়ে ওঠে। ঝক্কি-ঝামেলা এড়াতে চাইলে ব্যয়ভার বহনের সামর্থ্য তো থাকতেই হবে।
তাছাড়া আমাদের অফিসিয়াল প্রাইস লিস্ট লক্ষ করতে পারেন।
Sl. No |
Type of Transport (With Labor) |
Amount |
01. |
1.5 tons pickup (Dhaka city) |
7,000-8000/- |
02. |
2 tons pickup (Dhaka city) |
7,5,00-8,500/- |
03. |
3 tons pickup (Dhaka city) |
9,00-10,000/- |
04. |
3 tons cover van (Dhaka city) |
12,000-14,000/- |
05. |
5 tons Covered van (Dhaka city) |
17,000-19,000/- |
06. |
AIR CONDITION TYPE: i) Sleet type: (Open-fittings)… ii) Window type(Open-fitting)… |
COST: 3,500/- 2,000/- |
07. |
Selling Fan (Open-fittings) Per fan………………. |
300/- 300/- |
08. |
Gas Charge split |
3000/- |
09. |
IPS Open-fitting |
2,500/- |
10. |
LCD TV (Open-fitting at Wall) |
3,000/- |
11. |
Tube Light Set Open fitting |
300/- |
12. |
Gezer(Open fitting) |
3,500/- |
13. |
Piano moving Charge(with transport) |
10,000/- |
If any Service out of price list this are Solve under negotiable |
||
NB: Moving out of Dhaka, the price will be determined by negotiation. |
আমাদের সাথে যেভাবে যোগাযোগ করবেন
আমাদের সাথে যোগাযোগ করতে আপনি যেকোনো সময় ০১৭৯৮১১১২২২ এই নম্বরে আমাদেকে কল করতে পারেন। এছাড়াও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে সকাল ৯.০০ থেকে বিকাল ৫.০০ টার মধ্যে যেকোন সময় চলে আসতে পারেন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা বাড়ি ৫৬, তেজগাও সার্কেল রোড নং ৭, ঢাকা, ১২১৫।
Comments