বাসা পরিবর্তনের প্রয়েোজনীয়স সকল সার্ভিস একই সাথে
বাসা বা অফিস পরিবর্তনের জন্য বিভিন্ন রকমের সেবার প্রয়োজন হয়, ফলে বিভিন্ন ক্যাটাগরীর ও পেশার লোকজনের সহযোদিতার প্রয়োজন হয়। সবগুলো সার্ভিস একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে নেওয়া একটি ঝামেলাপূর্ণ ব্যপার ও তাতে ব্যয়ভার বেড়ে যায়। সকল সেবাগুলো যদি একই সাথে একই প্রতিষ্ঠান হতে গ্রহন করা যায় তাহলে সোনায় সোহাগা। একটি বাসা শিফটিং করার জন্য: প্যাকিং সামগ্রীর প্রয়োজন, সব প্যাকিং সামগ্রী আবার একই জায়গায় পাওয়া যায় না। আবার এসব প্যাকিং ম্যাটারিয়ালস কোথায় কোথায় পাওয়া যায় এটাও একজন গ্রাহকের পক্ষে জানা খুবই কঠিন। কিছু কিছু জিনিস খুচরা কিনতেও পাওয়া যায়না। নানা প্রকার সমস্যা বলে বুঝানো যাবেনা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। তাই আপনাকে সেরা মুভিং কোম্পানি বেছে নিতে হবে বাসা পরিবর্তন করার জন্য।
Comments